আরামনগর কামিল মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বক্তব্য রাখেন আরামনগর কামিল মাদরাসার অধ্যক্ষ নুরুল হুদা আবেদী। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আরামনগর কামিল মাদরাসার ২০১৯ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ সকালে মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরামনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা আবেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুজাহিদুল হক, মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষক প্রতিনিধি মমিনুল ইসলাম, মোফাসির জালাল উদ্দিন, মোফাসির সিরাজুল ইসলাম, আরবী প্রভাষক মাওলানা মিনহাজ উদ্দিন, ইসলামী ইতিহাসের প্রভাষক শামীম হোসাইন, শিক্ষার্থীদের মধ্যে নাজমুল হোসাইন, ওয়াসিম আক্রাম, মোছা. চেতনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে আলিম পরীক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

উল্লেখ , আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে ২০১৯ সালের আলিম পরীক্ষা শুরু হবে। আরামনগর কামিল মাদরাসা থেকে এ বছর ৫৯ জন্য শিক্ষার্থী আলিম পরিক্ষায় অংশ নিবে।

আলোচনা সভা শেষে পরীক্ষার্থী, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।