জামালপুর আশেক মাহমুদ কলেজে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ দিবসটি উপলক্ষে কলেজ মাঠের মঞ্চে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। ছবি : বাংলারচিঠি ডটকম

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. সফিকুল ইসলাম আকন্দ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম খান, কলেজ শিক্ষক সংসদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন মুরাদ, সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী প্রমুখ।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।