বকশীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

বকশীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এই স্লোগানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, সহকারী শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান, ইউআরসি ইন্সট্রাক্টর সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।