৭ মার্চ শপথ নিতে চান গণফোরামের সুলতান মনসুর ও মুকাব্বির

বাংলারচিঠি ডটকম ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত গণফোরামের দুই প্রার্থী। শপথ নিতে আগ্রহ প্রকাশ করে এই দুই প্রার্থীর পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠিও দেওয়া হয়েছে।

২ মার্চ সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এ তথ্য নিশ্চিত করেন।

কবে শপথ নিতে পারেন এ বিষয়ে জানতে চাইলে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, আমরা আগামী ৭ মার্চ শপথ নিতে আগ্রহ প্রকাশ করে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছি। ওই দিন আমরা শপথ নিতে চাই।

সুলতান মনসুর বলেন, আমরা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চিঠি দিয়েছি। এখন স্পিকার ঠিক করবেন কখন তিনি আমাদের শপথ বাক্য পাঠ করাবেন।

দলকে পাশ কাটিয়ে শপথ নিলে দল বাধা দিবে কিনা জানতে চাইলে সুলতান মনসুর বলেন, ‘আমি তো গণফোরামের কেউ না। আমি জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন প্রতিনিধি। আর জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য।’

যেখানে জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে শপথ নিবে না সেখানে আপনি কেন শপথ নিতে চান জানতে চাইলে সুলতান মনসুর বলেন, শত প্রতিকুলতার মধ্যেও আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে। তাদের চাহিদা ও তাদের ভোটের মান রাখতেই আমি সংসদে যাব। সংসদে গিয়ে তাদের দাবি-দাওয়াগুলো তুলে ধরব।

অন্যদিকে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান বলেন, ‘আমরা শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা জনগণের ভোটে নির্বাচিত। সুতরাং সংসদ সদস্য হিসেবে জনগণের পক্ষে কথা বলতেই সংসদে যাব।’

শপথ নেওয়ার বিষয়ে দল থেকে কোনো সিদ্ধান্ত পেয়েছেন কিনা জানতে চাইলে মোকাব্বির খান বলেন, ‘আমরা নির্বাচিত হওয়ার পর দলীয় ফোরামে এ বিষয়ে কথা হয়েছে। দুই-একজন ছাড়া বেশিরভাগ সদস্য ইতিবাচক। তাই কোনো সমস্যা হবে না।’

মোকাব্বির খান বলেন, এর আগেও আমাদের দলের প্রধান ড. কামাল হোসেন সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক ছিলেন। আপনি বলতে পারেন শপথ নেওয়ার বিষয়ে দল সো মাচ ইতিবাচক।’

কবে শপথ নিতে পারেন জানতে চাইলে গণফোরামের এই নেতা বলেন, ‘আমরা আজ স্পিকারের কাছে শপথ গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছি। এখন উনি যে দিন সময় দিবেন সেদিনই আমরা শপথ নিব। তবে আমরা ৭ মার্চ শপথ নিতে চাই।’

গত বছরের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ থেকে মোকাব্বির খান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন।
সূত্র : এবিনিউজ