বকশীগঞ্জে কৈশোরবান্ধব সেবা নিশ্চিতকরণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কৈশোরবান্ধব সেবা নিশ্চিতকরণের উপর ওরিন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সোনিয়া আক্তার অনুষ্ঠান সঞ্চালনা ও বিষয়টির উপর বিস্তারিত আলোচনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নুরুল আলম, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন,অধ্যক্ষ শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সাংবাদিক জি এম সাফিনুর ইসলাম মেজর, সাংবাদিক মুসা আলী, শিক্ষক তাইরুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

ওরিয়েন্টেশনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন বিদ্যালয়, মাদরাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।