সরিষাবাড়ীতে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন সমাপ্ত

সরিষাবাড়ীতে লীলা কীর্তন অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

পৃথিবীর সকল জীবের মঙ্গল ও শান্তি কামনা করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন ১৮ ফেব্রুয়ারি ভোরে শেষ হয়েছে। পৌর এলাকার আরামনগর বাজারের শ্রী শ্রী রাম ও কালী মন্দীর এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্দির সূত্রে জানা যায়, প্রায় শত বছর যাবৎ বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনা করে প্রতি বছর বৃহৎ আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এ বছর অনুষ্ঠানটিকে কয়েকটি ভাগে ভাগ করে পালন করা হয়। ২ ফ্রেরুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রী মদ্ভাগরত সপ্তাহ মহাযজ্ঞনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। ১২ ফেব্রুয়ারি হয় অধিবাস কীর্তন। ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি হয় ৩২ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রক্ষমহানাম যজ্ঞানুষ্ঠান। ১৭ ফেব্রুয়ারি অরুনোদয় হতে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। আর ১৮ ফ্রেরুয়ারি দধি মঙ্গল ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের কলকাতার কানন মন্ডল ও নদীয়ার প্রনতী মন্ডলসহ বাংলাদেশের বিভিন্ন জেলার লীলা কীর্তন দল।

এ ব্যাপারে মন্দীরের সভাপতি বলেন, আমরা এ মন্দীরে প্রতি বছর বিশ্বের সকল জীবের মঙ্গল কামরা করে এ লীলা কীর্তন আয়োজন করে থাকি। এখানে সকল ধর্মের মানুষ এসে আমাদের এ অনুষ্ঠানের সহযোগিতা করে থাকেন।