জামালপুরে তামাকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান

তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে নাটাবের প্রচার প্রচারাভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণের বিধান বাস্তবায়নের জন্য প্রচারাভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাব জামালপুর জেলা শাখা। ৩০ জানুয়ারি দুপুরে জামালপুর শহরের বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়।

৩০ জানুয়ারি দুপুরে জামালপুর শহরের তমালতলা মোড়ে এ উপলক্ষে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপণ, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণে আইন মেনে চলার আহবান জানিয়ে বক্তব্য রাখেন নাটাব জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ হীরা, নাটাবের প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আহম্মদ, জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান, সাংস্কৃতিক সংগঠক কবি সাযযাদ আনছারী প্রমুখ।

তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে নাটাবের মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

পরে নাটাব জেলা শাখার কর্মকর্তা ও সদস্যরা জামালপুর শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণের বিধান বাস্তবায়নের প্রচারণা চালান।