পুরনো মন্ত্রীরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে : প্রধানমন্ত্রী

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরনোরা ব্যর্থ ছিলেন। পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে। তবে সবাইকে কঠোর নজরদারিতে রাখা হবে।

গণভবনে ৮ জানুয়ারি নতুন মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, নতুনদের জায়গা (মন্ত্রিসভা) দেওয়া হয়েছে- যাতে তারা সব কাজ বুঝে এবং পরবর্তী প্রজন্মের পথে এগিয়ে নিতে পারে। আর পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad