ইসলামপুরে ভোট কেন্দ্র কমিটিকে সজাগ থাকার নির্দেশ ফরিদুল হক খানের

ইসলামপুরে পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী মো. ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রধান দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. ফরিদুল হক খান প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

ভোটের প্রচারণায় পোস্টার লাগানো, মাইকপ্রচার, পথসভা, উঠান বৈঠক, দলীয় বর্ধিত সভা ছাড়াও ভোট কেন্দ্রভিত্তিক দলীয় কমিটির নেতাকর্মীদের চাঙ্গা রাখতে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে সরব রয়েছেন।

এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. ফরিদুল হক খান তার নিয়মিত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১২ ডিসেম্বর দুপুরে উপজেলার পাথর্শী ইউপি ভূমি অফিস প্রাঙ্গণে এক পথসভায় অংশ নেওয়াসহ এ আসনের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। পথসভাগুলোয় তিনি ৩০ ডিসেম্বর ভোটের দিনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক দলীয় কমিটির নেতাকর্মীদের নৌকার বিজয়ের জন্য নিরলসভাবে কাজ করতে নির্দেশ দেন।

পথসভায় প্রার্থী মো. ফরিদুল হক খান বলেন, ‘দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে জরিপ করে কাকে মনোনয়ন দিলে নৌকার বিজয় হবে, সেই আলোকেই এ আসনে ১১জন প্রার্থীর মধ্যে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। বাকিরা সবাই আমার পক্ষে কাজ করছেন। শুধু এখানেই নয়, সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নৌকার বিজয় আমাদের ঘরেই আসবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই আমরা সরকার গঠন করতে পারবো।’ তিনি নৌকার বিজয়ের জন্য বিএনপি-জামাতের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, ইসলামপুর আসনে এবার আওয়ামী লীগের মহাজোটের প্রধান দল নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. ফরিদুল হক খান ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, আওয়ামী লীগের মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মনজুরুল আহসান খান ও ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মো. মিনহাজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।