নকলায় বেড প্লান্টার প্রদর্শনী ও মাঠ দিবস

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২ পর্যায়ের আওতায় পাওয়ার টিলার চালিত বেড প্লান্টার প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর এলাকায় রবি মৌসুমের গম আবাদের উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনী ও মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি প্রকৌশলী হাফিজুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় কৃষক-কৃষাণী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।