মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুর জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের এক আদেশ বলে জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে চার মাসের জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কাজী মসিউর রহমানকে।
মাওলানা কাজী মসিউর রহমান জামালপুর জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিবাহ ও তালাক রেজিস্টারের দায়িত্বপ্রাপ্ত কাজী। একই সাথে তিনি জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
উল্লেখ্য, জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাদকব্যবসায়ী ও ভুয়া কাজী মোহাম্মদ ছিদ্দিকুল ইসলাম ওরফে সোহেল কাজীর বিরুদ্ধে তার আলিম পাসের ভূয়া সনদ, মাদক ব্যবসা ও বাল্যবিয়ে দেওয়াসহ বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় তার নিকাহ নিবন্ধন সনদ বাতিল হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব বুলবুল আহমেদ ১২ নভেম্বর তার নিকাহ নিবন্ধন সনদ বাতিলের আদেশ দেন। ফলে ওই ওয়ার্ডে তালাক ও নিকাহ রেজিস্ট্রার পদটি শূন্য হয়।