জামালপুর এপেক্স ক্লাবের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
এপেক্স ক্লাব অব জামালপুরের ৯ম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২৩ নভেম্বর সকাল ১০টায় জামালপুর পৌরসভার সভা কক্ষে সম্পন্ন হয়েছে। সাধারণ সভায় ক্লাবের ২০১৯ সালের ক্লাব বোর্ড নির্বাচনে এপেক্সিয়ান ময়না আকন্দ প্রেসিডেন্ট এবং এপেক্সিয়ান মো. মনজুরুল ইসলাম সেক্রেটারি এন্ড ডিএনই নির্বাচিত হয়েছেন।
ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আশরাফুল হক মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান খন্দকার কামরুজ্জামান তৌহিদ, জামালপুর এপেক্স ক্লাবের আজীবন সদস্য এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা। এ ছাড়াও বক্তব্য রাখেন জামালপুর এপেক্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান সফি কামাল চৌধুরী, এপেক্সিয়ান প্রণব বসাক সুবল, এপেক্সিয়ান কাফি পারভেজ ও এপেক্সিয়ান সৈয়দ আবদুস সাফি, সদস্য এপেক্সিয়ান সাযযাদ আনসারী প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাবের সকল বোর্ড সদস্যদের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন পেশ শেষে ২০১৯ সালের বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট এপেক্সিয়ান ময়না আকন্দ, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সায়েম মো. সাদাত-উল-করিম, কণিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান রাজিব সিংহ সাহা, সদ্য সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ জলিল, সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান মনজুরুল ইসলাম, কোষাধ্যক্ষ এপেক্সিয়ান সুমন কুমার সাহা, সার্ভিস পরিচালক এপেক্সিয়ান মো. আবু সায়েদ, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স পরিচালক এপেক্সিয়ান শফিক জামান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন পরিচালক এপেক্সিয়ান শ্যামল চন্দ্র সাহা, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং পরিচালক এপেক্সিয়ান সাযযাদ আনসারী, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান আরিফুজ্জামান আকন্দ নির্বাচিত হন। নির্বাচনে এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা প্রধান নির্বাচন কমিশনার এবং এপেক্সিয়ান আরজু আকন্দ ও এপেক্সিয়ান কাফি পারভেজ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ।
- অচিরেই এদেশের চলচ্চিত্র বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে : তথ্যমন্ত্রী
- সরিষাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
- সরিষাবাড়ীতে সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিরা অবরুদ্ধ
- জামালপুরে ত্রাণ গুদাম ও তথ্য কেন্দ্র নির্মাণ কাজ শুরু
- পরীক্ষার ফলাফল প্রকাশে আইনে বাধা দূর করতে সংসদে ৩টি বিল পাস
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ২০ জনের মৃত্যু
- দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : ওবায়দুল কাদের
- বাঙালির ইতিহাস মুছে দিতেই জাতির পিতাকে হত্যা করে জিয়ার দোসররা : মির্জা আজম
- শুরু হল জামালপুর ডিএসএ কাপ বঙ্গবন্ধু প্রথম বিভাগ ভলিবল লিগ
- সকলের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই মুজিববর্ষের লক্ষ্য : প্রধানমন্ত্রী
- বিদেশী দূতাবাসে নালিশ করে বিএনপিই দেশকে নতজানু করেছে : ওবায়দুল কাদের
- মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল জামালপুরের ১৪৭৮টি গৃহহীন পরিবার
- দেওয়ানগঞ্জে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ১৭২টি গৃহহীন পরিবার
- বকশীগঞ্জে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ১৪২টি গৃহহীন পরিবার
- ইসলামপুরে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ৮৮টি গৃহহীন পরিবার