ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা মাদারগঞ্জে ক্লাব ফুটবল টুর্নামেন্টে উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব এ দল চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত সরিষাবাড়ীর শাহানাজ আক্তার এখন তুহিন মিয়া ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত কেন্দুয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন আলাইনদী থেকে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষায় মাদারগঞ্জে দুই শতাধিক বৃক্ষরোপণ ৭৫ দিন নিখোঁজ থাকা নুহাশকে উদ্ধার করল সেনাবাহিনী

জামালপুর এপেক্স ক্লাবের নির্বাচন সম্পন্ন

জামালপুর এপেক্স ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ময়না আকন্দ ও সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান মো. মনজুরুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুর এপেক্স ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ময়না আকন্দ ও সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান মো. মনজুরুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

এপেক্স ক্লাব অব জামালপুরের ৯ম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২৩ নভেম্বর সকাল ১০টায় জামালপুর পৌরসভার সভা কক্ষে সম্পন্ন হয়েছে। সাধারণ সভায় ক্লাবের ২০১৯ সালের ক্লাব বোর্ড নির্বাচনে এপেক্সিয়ান ময়না আকন্দ প্রেসিডেন্ট এবং এপেক্সিয়ান মো. মনজুরুল ইসলাম সেক্রেটারি এন্ড ডিএনই নির্বাচিত হয়েছেন।

ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আশরাফুল হক মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান খন্দকার কামরুজ্জামান তৌহিদ, জামালপুর এপেক্স ক্লাবের আজীবন সদস্য এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা। এ ছাড়াও বক্তব্য রাখেন জামালপুর এপেক্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান সফি কামাল চৌধুরী, এপেক্সিয়ান প্রণব বসাক সুবল, এপেক্সিয়ান কাফি পারভেজ ও এপেক্সিয়ান সৈয়দ আবদুস সাফি, সদস্য এপেক্সিয়ান সাযযাদ আনসারী প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাবের সকল বোর্ড সদস্যদের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন পেশ শেষে ২০১৯ সালের বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট এপেক্সিয়ান ময়না আকন্দ, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সায়েম মো. সাদাত-উল-করিম, কণিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান রাজিব সিংহ সাহা, সদ্য সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ জলিল, সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান মনজুরুল ইসলাম, কোষাধ্যক্ষ এপেক্সিয়ান সুমন কুমার সাহা, সার্ভিস পরিচালক এপেক্সিয়ান মো. আবু সায়েদ, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স পরিচালক এপেক্সিয়ান শফিক জামান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন পরিচালক এপেক্সিয়ান শ্যামল চন্দ্র সাহা, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং পরিচালক এপেক্সিয়ান সাযযাদ আনসারী, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান আরিফুজ্জামান আকন্দ নির্বাচিত হন। নির্বাচনে এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা প্রধান নির্বাচন কমিশনার এবং এপেক্সিয়ান আরজু আকন্দ ও এপেক্সিয়ান কাফি পারভেজ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

জামালপুর এপেক্স ক্লাবের নির্বাচন সম্পন্ন

আপডেট সময় ০৮:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
জামালপুর এপেক্স ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ময়না আকন্দ ও সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান মো. মনজুরুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

এপেক্স ক্লাব অব জামালপুরের ৯ম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২৩ নভেম্বর সকাল ১০টায় জামালপুর পৌরসভার সভা কক্ষে সম্পন্ন হয়েছে। সাধারণ সভায় ক্লাবের ২০১৯ সালের ক্লাব বোর্ড নির্বাচনে এপেক্সিয়ান ময়না আকন্দ প্রেসিডেন্ট এবং এপেক্সিয়ান মো. মনজুরুল ইসলাম সেক্রেটারি এন্ড ডিএনই নির্বাচিত হয়েছেন।

ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আশরাফুল হক মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান খন্দকার কামরুজ্জামান তৌহিদ, জামালপুর এপেক্স ক্লাবের আজীবন সদস্য এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা। এ ছাড়াও বক্তব্য রাখেন জামালপুর এপেক্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান সফি কামাল চৌধুরী, এপেক্সিয়ান প্রণব বসাক সুবল, এপেক্সিয়ান কাফি পারভেজ ও এপেক্সিয়ান সৈয়দ আবদুস সাফি, সদস্য এপেক্সিয়ান সাযযাদ আনসারী প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাবের সকল বোর্ড সদস্যদের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন পেশ শেষে ২০১৯ সালের বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট এপেক্সিয়ান ময়না আকন্দ, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সায়েম মো. সাদাত-উল-করিম, কণিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান রাজিব সিংহ সাহা, সদ্য সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ জলিল, সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান মনজুরুল ইসলাম, কোষাধ্যক্ষ এপেক্সিয়ান সুমন কুমার সাহা, সার্ভিস পরিচালক এপেক্সিয়ান মো. আবু সায়েদ, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স পরিচালক এপেক্সিয়ান শফিক জামান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন পরিচালক এপেক্সিয়ান শ্যামল চন্দ্র সাহা, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং পরিচালক এপেক্সিয়ান সাযযাদ আনসারী, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান আরিফুজ্জামান আকন্দ নির্বাচিত হন। নির্বাচনে এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা প্রধান নির্বাচন কমিশনার এবং এপেক্সিয়ান আরজু আকন্দ ও এপেক্সিয়ান কাফি পারভেজ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ।