জামালপুরে জাতিসংঘ দিবসের আলোচনা সভা

জাতিসংঘ দিবসের আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা প্রশাসনের নেতৃত্বে জাতিসংঘ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, রচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও ইউনিসেফ’র অর্থায়নে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান সফি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাহিদা আক্তার।

সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম।

প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন বিদ্যালয়টি জ্যেষ্ঠ শিক্ষক নার্গিস সুলতানা, জহুরুল হক, সেলিম হাসান, জাহাঙ্গীর আলম, বজলুর রশিদ, মাওলানা আব্দুল কাদের, আল মামুন, ছানোয়ার হোসেন, জুথি পোদ্দার, রুকন উদ্দিন, মাহবুবা বেগম, লায়লা ইয়াসমিন ও রেভিনা হুদা।

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।