ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ১ নভেম্বরের সংলাপে দলের ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবর এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, আওয়ামী লীগের এ প্রতিনিধিদলে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল, আইনমন্ত্রী আইনজীবী আনিসুল হক, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আইনজীবী আবদুল মতিন খসরু, ড. মো. আব্দুর রাজ্জাক, শ্রী রমেশ চন্দ্র সেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, চিকিৎসক দীপুমনি, আইনজীবী জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও আইন সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

১ নভেম্বর সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের এ সংলাপ অনুষ্ঠিত হবে।
সূত্র : বাসস