বকশীগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও মেলা

সাংস্কৃতিক শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৩০ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক উৎসব ও দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১ টায় সাংস্কৃতিক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভুইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা পিআইও হাসান মাহবুব খান, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের পদর্শন করা ১০টি স্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি অগ্রাধিকার প্রকল্পের কার্যক্রমগুলো প্রদর্শিত হয়।