বকশীগঞ্জে কৃষকরা পাবে সার ও বীজ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নেই কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ জানান, চলতি মওসুমে কৃষি প্রণোদনা হিসেবে উপজেলার ১ হাজার ৮৬০ জন কৃষককে সার ও বীজ বিতরণ করা হবে। শিগগিরই কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হবে।

এবার ৮০০ কৃষক পাবেন ভুট্টার বীজ, ৮০০ কৃষক পাবেন সরিষার বীজ ও ২৫০ জন কৃষক পাবেন বোরো ধানের বীজ ও ১০ জন কৃষক পাবেন বিটি বেগুনের বীজ। প্রতিটি কৃষক বীজের অনুকূলে ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।