বকশীগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত

বকশীগঞ্জে বিশ্ব খাদ্য দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০১৩ এ ক্ষুধামুক্ত বিশ্ব’ এ প্রতিপাদ্যে ১৬ অক্টোবর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় শোভাযাত্রায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার, উপজেলা খাদ্য পরিদর্শক শামীমা নাসরিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহীদুজ্জামান, উন্নয়ন সংঘ রি-কল প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলনন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।