মাদারগঞ্জে তিনদিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা শুরু

উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

জি বি এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ॥
চতুর্থবারের মতো দেশব্যাপীর ন্যায় জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।

৪ অক্টোবর সকালে উপজেলা চত্বরে মোট ৩২টি স্টল নিজস্ব দপ্তর ভিত্তিক সাজিয়ে অংশ নেয় এই উন্নয়ন মেলায়।

সকালে মেলা থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভাসহ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মডেল থানার কর্মকর্তা রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভিন মুন্নি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রাফিউল ইসলাম রুনু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহম্মেদ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলার সকল স্টল পরিদর্শন করেন। মেলায় অংশ নেয় উপজেলার কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। ৬ অক্টোবর মেলার সমাপনী অনুষ্ঠান।