জামালপুরে ৯ মাদকাসক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
র‌্যাবের অভিযানে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে নয়জন মাদকাসক্তকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের একজনকে এক মাস ও আটজনের প্রত্যেককে পনেরো দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় এ অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্ত মাদকাসক্তরা হলো জামালপুর পৌরসভার পিংগলহাটি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রায়হান সাকিব শান্ত (২৫), সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. শ্যামল (২৮), জামালপুর পৌরসভার ব্রাহ্মনপাড়া পুলিশ লাইন এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আবুল কালাম আজাদ (২৪), মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. গোলাম মোস্তফা রবিন (৩৯), সরিষাবাড়ী উপজেলার করগ্রামের মৃত করিম আকন্দের ছেলে মো. ফারুক হোসেন আকন্দ (৪৪), নলদাইদ গ্রামের মো. হয়রত আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪০), জামালপুর পৌরসভার বেলটিয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. বাবু (২০), জামালপুর শহরের মুকুন্দবাড়ী এলাকার মো. হযরত আলীর ছেলে মো. শামীম (৩৫) ও বন্দেরবাড়ী এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে মো. আনিছ (৩৮)।

তাদের মধ্যে মো. রায়হান সাকিব শান্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. শ্যামল, মো. আবুল কালাম আজাদ, মো. গোলাম মোস্তফা রবিন, মো. ফারুক হোসেন আকন্দ, মো. শফিকুল ইসলাম, মো. বাবু, মো. শামীম ও মো. আনিছকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় এ কারাদণ্ড দেওয়া হয়।