ইসলামপুরে কোরবানির মাংসে আল্লাহর নাম

আল্লাহু লেখা কোরবানির মাংসের টুকরা। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর॥
কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ করার পর রান্না করার সময় একটি মাংসের টুকরায় হঠাৎ করে জ্বলজ্বল করে যেন জ্বলে উঠলো আল্লাহু লেখা। জামালপুরের ইসলামপুর পৌর শহেরের দক্ষিণ দড়িয়াবাদ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মোর্শেদা আক্তার মিনার বাড়িতে ২০ সেপ্টেম্বর বিকেলে এ ঘটনা ঘটে। এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় জমাচ্ছে তার বাড়িতে।

মোর্শেদা আক্তার মিনার জানান, উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের সহোদর ভাই মনিরুল ইসলাম কোরবানির ঈদে কিছু মাংস তার জন্য পাঠান। তার স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকায় এ পর্যন্ত তাদের সেই মাংস খাওয়া হয়নি। স্বামী ছুটিতে বাড়ি আসায় ২০ সেপ্টেম্বর বিকেলে ফ্রিজে রেখে দেওয়া কোরবানির মাংস বের করে রান্না করতে যান। রান্না করার এক পর্যায়ে পাতিলে তাকিয়ে দেখেন আল্লাহর নাম দেখা যায়। এ সময় তিনি দ্রুত পার্শ্ববর্তী মহিলা মাদরাসার মোহতামিম মুফতি হাবিুবুল্লাহর কাছে গিয়ে জানতে চান আসলেই কি আল্লাহর নাম লিখা। এ সময় মোহতামিম মাংসটি দেখে আল্লাহু নাম লেখাটি নিশ্চিত করেন। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে আল্লাহর নামটি এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় জমে যায়।