জামালপুরে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের অবহিতকরণ সভা

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
টেকসই উন্নয়নের অভীষ্টগুলো (এসডিজি) সম্পকর্তি সরকারি নীতি ও কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার উদ্দেশ্যে ১৯ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের অবহিতকরণ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক নূরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আমিনুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এনায়েত করিম, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, অক্সফাম প্রতিনিধি মোস্তফা আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সংস্কৃতিকর্মী সাযযাদ আনসারী, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন অক্সফামের প্রকল্প কর্মকর্তা মাহফুজা আক্তার মালা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভা সূত্র জানায়, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অক্সফাম এর অংশিদারিত্বে, ইউরোপিও ইউনিয়নের আর্থিক সহায়তায় বাস্তবায়নরত পরোক্ষ অংশিদার প্রতিষ্ঠান উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের কর্মকৌশলে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।