জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে দু’জন রড ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের পশ্চিম কাছারিপাড়া এলাকায় ৫ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে ডিলিং লাইসেন্স ব্যাতীত রড ও সিমেন্টের ব্যবসা পরিচালনার জন্য দুই প্রতিষ্ঠানের মালিককে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম এ অভিযান চালান।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম ৫ সেপ্টেম্বর সকালে জামালপুর শহরের পশ্চিম কাছারিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় ডিলিং লাইসেন্স ব্যাতীত রড ও সিমেন্টের ব্যবসা পরিচালনার অভিযোগে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৩ ধারার অপরাধের জন্য দুটি প্রতিষ্ঠানের দুই মালিককে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানায় দণ্ডপ্রাপ্ত দুজন ব্যবসায়ী হলেন জামালপুর সদর উপজেলার কাছারিপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মিজানুর রহমান ও মৃত আব্দুল করিমের ছেলে মিজানুর রশিদ।

জামালপুর জেলা মার্কেটিং অফিসার ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।