ইসলামপুরে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর বিকেলে চন্দনপুর মধ্যপাড়ায় গ্রামে টাইগার ক্লাব বনাম স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ওই হা-ডুডু ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কর বিতরণ করেন জামালপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী।

৩-২ সেটে স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে টাইগার ক্লাব বিজয়ী হয়। বিজয়ী দলকে একটি গাভী ও পরাজিত দলকে একটি রঙ্গিন টিভি পুরস্কার দেওয়া হয়।

গাইবান্ধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হা-ডু-ডু খেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাক সরদার জাকিউল হক, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহা আলম মন্ডল, নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ কাজী, সাজেদা-মাহমুদ উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক জামাল উদ্দিন মিস্টার প্রমুখ।

সাবেক ইউপি সদস্য হযরত আলী, ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান মাসুদ খেলাটি পরিচালনা করেন।