মোসলেমাবাদ নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে শোক দিবসে বক্তৃতা প্রতিযোগিতা

আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

মাদারগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫ আগস্ট সকালে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বক্তৃতা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। ছবি : বাংলার চিঠি ডটকম

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক জি এম শফিকুল হাসান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন। এতে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক আজহারুল ইসলাম ডিটু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি বি এম রুবেল আহম্মেদ।

বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়টির মৌলবি শিক্ষক মাওলানা আব্দুল হাকিম।

পরে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী তিনজন ও কবিতা আবৃত্তিকারকে পুরস্কৃত করেন জি বি এম রুবেল আহম্মেদ।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিদ্যালয়টির শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম