জামালপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে জেলা তথ্য দপ্তরের দিনব্যাপী অনুষ্ঠান

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর জেলা তথ্য দপ্তরের উদ্যোগে ১৫ আগস্ট দিনব্যাপী অনুষ্ঠান পালন করা হয়। জামালপুর সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক বিশিষ্ট মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ অংশ নেন।

জেলা তথ্য কার্যালয় সূত্র জানায়, দিবসটি উপলক্ষে জেলা দায়রা জজ আদালতে, বানিয়াবাজার উচ্চ বিদালয় এবং জেলা শিল্পকলা একাডেমি এবং রাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর জীবনালেখ্যের ওপর তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।