ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল নরুন্দি রেলস্টেশনে অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় ফাঁকা, কিন্ডার গার্টেন, মাদরাসায় বাড়ছে শিক্ষার্থী মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার নূর হোসেন আবহানী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে মধ্যরাতে প্রকাশ্যে মদ্যপান করে মাতলামির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বহিষ্কৃত নেতা নূর হোসেন আবহানীকে (৩৫) গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।

২৭ অক্টোবর, সোমবার গভীর রাতে সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৮ অক্টোবর, মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায় সার্কিট হাউজের সামনে প্রকাশ্যে মদ্যপান করে অস্বাভাবিক আচরণ করছিলেন নূর হোসেন আবহানী। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়। পরে খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতার নূর হোসেন আবহানী জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ প্রতিবেদককে বলেন, নূর হোসেন আবহানীকে ২৮ অক্টোবর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হযেছে।

প্রসঙ্গত, নূর হোসেন আবহানী জামালপুর পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি। ২০১৮ সালে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন পোস্ট করায় তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি কোন দলীয় পদে ছিলেন না।

জনপ্রিয় সংবাদ

বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ

মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

জামালপুরে মধ্যরাতে প্রকাশ্যে মদ্যপান করে মাতলামির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বহিষ্কৃত নেতা নূর হোসেন আবহানীকে (৩৫) গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।

২৭ অক্টোবর, সোমবার গভীর রাতে সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৮ অক্টোবর, মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায় সার্কিট হাউজের সামনে প্রকাশ্যে মদ্যপান করে অস্বাভাবিক আচরণ করছিলেন নূর হোসেন আবহানী। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়। পরে খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতার নূর হোসেন আবহানী জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ প্রতিবেদককে বলেন, নূর হোসেন আবহানীকে ২৮ অক্টোবর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হযেছে।

প্রসঙ্গত, নূর হোসেন আবহানী জামালপুর পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি। ২০১৮ সালে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন পোস্ট করায় তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি কোন দলীয় পদে ছিলেন না।