শেরপুরে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে প্রায় সকল ব্যবসায়ী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ‘শেরপুর দোকান মালিক ঐক্য পরিষদ’ নামে ব্যবসায়ীদের সমন্বিত নতুন সংগঠন গঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হয়েছেন শহরের পাদুকা ব্যবসায়ী মো. লুৎফর রহমান বাদল এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বস্ত্র ব্যবসায়ী মো. রেজাউল করিম।
২০ অক্টোবর, সোমবার রাতে শহরের নিউ মার্কেট এলাকার একটি হোটেলের হলরুমে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী মো. লুৎফর রহমান বাদল। বক্তব্য রাখেন ব্যবসায়ী আজিজুর রহমান তারা, এমদাদুল হক হীরা, এম. এ. মাছুদ ও আব্দুল হাই প্রমুখ।
সভায় শহরের ২১টি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। এই নির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি এমদাদুল হক হীরা, সহ-সভাপতি মো. মাশুকুর রহমান, মো. শরাফত আলী ও মো. খোকন তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক এম. এ. মাছুদ, মো. জহুরুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুজ্জামান সিদ্দিকি দিদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান জিয়া ও মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. আব্দুল হাই, দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, প্রচার সম্পাদক তপন চাকী, সহ-প্রচার সম্পাদক মো. মিন্টু তালুকদার, কার্যকরী সদস্য আহাম্মদ আলী, আজিজুর রহমান তারা, হান্নান মিয়া, মো. শফিকুল ইসলাম হেলাল, রমেন্দ্র নাথ সাহা বিল্টু, প্রলয় চাকী বাবু, নেপাল চন্দ্র সরকার, মো. ফরিদ জোয়ার্দ্দার, মো. গোলাম মোস্তফা, মো. আব্দুল্লাহ আল মামুন শাহীন, মো. মতিউর রহমান মোস্তফা, মোয়াজ্জেম হোসেন দুলাল, মো. জাবেদ জাহান পরাগ, মো. গোলাম কাদরিয়া মুক্তি, মো. মোশারফ হোসেন, মো. ইমাম উদ্দিন তালুকদার, মো. ফজলে আজীম পারভেজ, নৃপতি মোহন চক্রবর্তী, মো. সেলিম, মো. আবুল কালাম আজাদ, মো. মুছা আলম সরকার, মো. শাহজাহান, মো. আনোয়ার হোসেন ও মো. আব্দুল হালিম।