ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল নরুন্দি রেলস্টেশনে অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় ফাঁকা, কিন্ডার গার্টেন, মাদরাসায় বাড়ছে শিক্ষার্থী মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

আপনাদেরকেও পালিয়ে যেতে হবে : নিলোফার চৗধুরী মনি

জামালপুর : বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি জামালপুর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, ১৫ বছর পরে স্বৈরাচার শেখ হাসিনাকে যেমন পালিয়ে যেতে হয়েছে। জামালপুরের মির্জা আজম এবং ফারুক চৌধুরীকে যেমন পালিয়ে যেতে হয়েছে। আপনারা এমন কিছু হয়ে যান নাই। আপনাদেরকেও পালিয়ে যেতে হবে ঐ সময় আসলো বলে।

১ সেপ্টেম্বর, সোমবার দুপুরে জামালপুর শহরের তালুকদার মার্কেটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিলোফার চৌধুরী মনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনি কমিটি করেন। কমিটির ব্যণিজ্য করেন। কমিটির সিন্ডিকেট করেন। হাসিনার সিন্ডিকেট যেমন টিকে নাই। কোন সিন্ডিকেট টিকবে না। স্বৈরাচার এরশাদের সময় ডাকসুর ভিপি আমানউল্লাহ আমান বলেছিলেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খানখান। জামালপুরের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, সেই দড়ি ধরার সময় এসে গেছে। জনগণ বলবে দড়ি ধরে মারো টান, সিন্ডিকেট হবে খানখান। এখনও সময় আছে সাবধান হয়ে যান। বিএনপি যাদের হাতে থাকার কথা তাদেরকে ফিরিয়ে দিন।

জামালপুর : আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভার সভাপতি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ বলেন, যতবারই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। বিএনপির নেতৃত্বে এদেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু কোন কোন দল পরিকল্পিতভাবে নানান শর্ত দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বাধার সৃষ্টি করার চেষ্টা করছে। কোন ষড়যন্ত্রই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে এটা তারেক জিয়ার প্রতিশ্রুতি। তারেক রহমান জাতির সামনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই আর দেশে স্বৈরাচার আসতে পারবে না।

তিনি জেলা বিএনপির সম্মেলন প্রসঙ্গে বলেন, এম. রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সাথে আলোচনা করে পাঁচটি পদ ঘোষণা করার সিদ্ধান্ত ছিল। আমরা বলেছিলাম তারেক রহমানের সিদ্ধান্তই বিএনপির সিদ্ধান্ত। আমরা সম্মেলনে উপস্থিত হয়েছিলাম। কিন্তু তাদের কথা ও কাজে কোন মিল দেখা যায় নাই। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তারেক জিয়ার নির্দেশে পাঁচটি পদে নাম ঘোষণার কথা বলেছিলেন। কিন্তু পরে তারা ১২টি নাম ঘোষণা করেন। পাঁচের জায়গায় ১২ হয়েছে। এটা হবার কারণ কি? সিন্ডিকেটের কারণেই হয়েছে। নিলোফার চৌধুরী মনিকে জামালপুরের বেশি মানুষ চিনে। তার বাবা নজরুল ইসলাম চৌধুরী বিএনপি করতে এসে সবকিছু হারিয়েছেন। অত্যাচার ও বাড়িঘরে হামলা হয়েছে। আর তারই কন্যা নিলোফার চৌধুরী মনি জামালপুরবাসীর গর্ব। তিনি আজকে জেলা বিএনপির সিন্ডিকেট নিয়ে, তাদের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত বলেছেন। আমাদের নেতা ফিরোজ মিয়াও বিস্তারিত বলেছেন। তিনি নেতা-কর্মীদের যেকোন ষড়যন্ত্র রুখে দিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্যবদ্ধবাবে সোচ্চার থাকার আহ্বান  জানান।

জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, সাবেক ছাত্রদলনেতা একরামুল হক, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিয়ন, জামালপুর শহর যুবদলের সদস্য সচিব জিয়াউর হক জিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, সংগ্রামী দল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, ছাত্রদল নেতা গোলাম নবী প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দরিদ্র অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ

আপনাদেরকেও পালিয়ে যেতে হবে : নিলোফার চৗধুরী মনি

আপডেট সময় ০১:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি জামালপুর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, ১৫ বছর পরে স্বৈরাচার শেখ হাসিনাকে যেমন পালিয়ে যেতে হয়েছে। জামালপুরের মির্জা আজম এবং ফারুক চৌধুরীকে যেমন পালিয়ে যেতে হয়েছে। আপনারা এমন কিছু হয়ে যান নাই। আপনাদেরকেও পালিয়ে যেতে হবে ঐ সময় আসলো বলে।

১ সেপ্টেম্বর, সোমবার দুপুরে জামালপুর শহরের তালুকদার মার্কেটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিলোফার চৌধুরী মনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনি কমিটি করেন। কমিটির ব্যণিজ্য করেন। কমিটির সিন্ডিকেট করেন। হাসিনার সিন্ডিকেট যেমন টিকে নাই। কোন সিন্ডিকেট টিকবে না। স্বৈরাচার এরশাদের সময় ডাকসুর ভিপি আমানউল্লাহ আমান বলেছিলেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খানখান। জামালপুরের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, সেই দড়ি ধরার সময় এসে গেছে। জনগণ বলবে দড়ি ধরে মারো টান, সিন্ডিকেট হবে খানখান। এখনও সময় আছে সাবধান হয়ে যান। বিএনপি যাদের হাতে থাকার কথা তাদেরকে ফিরিয়ে দিন।

জামালপুর : আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভার সভাপতি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ বলেন, যতবারই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। বিএনপির নেতৃত্বে এদেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু কোন কোন দল পরিকল্পিতভাবে নানান শর্ত দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বাধার সৃষ্টি করার চেষ্টা করছে। কোন ষড়যন্ত্রই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে এটা তারেক জিয়ার প্রতিশ্রুতি। তারেক রহমান জাতির সামনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই আর দেশে স্বৈরাচার আসতে পারবে না।

তিনি জেলা বিএনপির সম্মেলন প্রসঙ্গে বলেন, এম. রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সাথে আলোচনা করে পাঁচটি পদ ঘোষণা করার সিদ্ধান্ত ছিল। আমরা বলেছিলাম তারেক রহমানের সিদ্ধান্তই বিএনপির সিদ্ধান্ত। আমরা সম্মেলনে উপস্থিত হয়েছিলাম। কিন্তু তাদের কথা ও কাজে কোন মিল দেখা যায় নাই। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তারেক জিয়ার নির্দেশে পাঁচটি পদে নাম ঘোষণার কথা বলেছিলেন। কিন্তু পরে তারা ১২টি নাম ঘোষণা করেন। পাঁচের জায়গায় ১২ হয়েছে। এটা হবার কারণ কি? সিন্ডিকেটের কারণেই হয়েছে। নিলোফার চৌধুরী মনিকে জামালপুরের বেশি মানুষ চিনে। তার বাবা নজরুল ইসলাম চৌধুরী বিএনপি করতে এসে সবকিছু হারিয়েছেন। অত্যাচার ও বাড়িঘরে হামলা হয়েছে। আর তারই কন্যা নিলোফার চৌধুরী মনি জামালপুরবাসীর গর্ব। তিনি আজকে জেলা বিএনপির সিন্ডিকেট নিয়ে, তাদের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত বলেছেন। আমাদের নেতা ফিরোজ মিয়াও বিস্তারিত বলেছেন। তিনি নেতা-কর্মীদের যেকোন ষড়যন্ত্র রুখে দিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্যবদ্ধবাবে সোচ্চার থাকার আহ্বান  জানান।

জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, সাবেক ছাত্রদলনেতা একরামুল হক, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিয়ন, জামালপুর শহর যুবদলের সদস্য সচিব জিয়াউর হক জিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, সংগ্রামী দল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, ছাত্রদল নেতা গোলাম নবী প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দরিদ্র অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।