বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। ২৮ জুলাই, সোমবার বিকালে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার আইনজীবী আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।
সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাবেক সভাপতি আইনজীবী মো. গোলাম নবী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী মনজুর কাদের বাবুল খান, আইনজীবী ফোরামের সদস্য পদযাত্রা মোকাম্মেল হক প্রমুখ।
পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।