ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরিষাবাড়ীতে ঝিনাই নদে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদে সাঁতার কাটতে গিয়ে হাসান মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসানের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে পৌর এলাকার ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের ঝিনাই নদে সাঁতার কাটতে নামে। বন্ধুদের অগোচরে একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পরিবারের কান্নায় ভারি হয়ে উঠে পুরো গ্রাম।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শহিদুল্লা ইসলাম এ প্রতিবেদককে বলেন, স্থানীয়রা জামালপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে তিন সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

তারেক রহমানের দূরদর্শিতায় স্বৈরশাসকের পতন হয়েছে : শামীম তালুকদার 

সরিষাবাড়ীতে ঝিনাই নদে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদে সাঁতার কাটতে গিয়ে হাসান মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসানের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে পৌর এলাকার ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের ঝিনাই নদে সাঁতার কাটতে নামে। বন্ধুদের অগোচরে একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পরিবারের কান্নায় ভারি হয়ে উঠে পুরো গ্রাম।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শহিদুল্লা ইসলাম এ প্রতিবেদককে বলেন, স্থানীয়রা জামালপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে তিন সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।