ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল নরুন্দি রেলস্টেশনে অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় ফাঁকা, কিন্ডার গার্টেন, মাদরাসায় বাড়ছে শিক্ষার্থী মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

তরুণ যুবসমাজই দেশ বিনির্মাণ করবে : পুলিশ সুপার রফিকুল ইসলাম

উদয়ন নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের বামুনপাড়ায় উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-সিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেছেন, উদয়ন ক্লাবের এই যে স্লোগান- মাদকমুক্ত সমাজ বিনির্মাণে তারুণ্যের অগ্রযাত্রা- অর্থাৎ যুবসমাজকে তো এগুতেই হবে। তরুণ যুবসমাজই দেশ বিনির্মাণ করবে। আর এই দেশ বিনির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই মাদক ও অশিক্ষা। অর্থাৎ শিক্ষিত না হলে কিন্তু এগুনো যাবে না। শিক্ষিত না হলে কিন্তু আমার অধিকার আদায় করা যাবে না। শিক্ষিত না হলে আমার কোন জায়গায় কোন কিছুতেই আমার অধিকারগুলো ভোগ করতে পারবো না।

২০ ডিসেম্বর শুক্রবার রাত ৯টায় জামালপুর পৌর শহরের বামুনপাড়ায় উদয়ন ক্লাব আয়োজিত উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন সিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম এসব কথা বলেন।

মাদক প্রসঙ্গে পুলিশ সুপার আরও বলেন, মাদক হলো আমাদের সবচে বড় সামাজিক বাধা। এটার জন্য শুধু পুলিশই পর্যাপ্ত নয়। এখানে আমাদের সবাইকে সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এই এলাকায় একটা চমৎকার ক্লাব গড়ে তুলতে পারলে কেন আমরা মাদকসেবী, মাদক ডিলার, মাদক বিক্রেতা এবং মাদক নিয়ে যারা কারবার করে তাদেরকে প্রতিহত করতে পারবো না। তাদেরকে কেন আমরা প্রতিরোধ করতে পারবো না। তাদেরকে কেন আমরা আইনের আওতায় আনতে পারবো না। আমরা নিশ্চয় পারবো। এটি আমি বিশ্বাস করি। পুলিশের সংখ্যা ও লজিস্টিকে অনেক সীমাবদ্ধতা আছে।

ক্রীড়াঙ্গনে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, কিছু কিছু জায়গায় দলীয়করণ করার কোনো সুযোগই নেই। সেটির মধ্যে ক্রীড়াঙ্গন হচ্ছে একটি। যিনি ক্রীড়াতে পারদর্শী। তার হাতেই সেই ক্রিকেট ব্যাটটা থাকা দরকার। তার পায়েই সেই ফুটবলটা থাকা দরকার। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক সম্পৃক্ততা কোনো মতেই কাম্য নয়।

বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ রোদোয়ান। ছবি : বাংলারচিঠিডটকম

উদয়ন ক্লাবের প্রধান সংগঠক ও উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, জাহাঙ্গীর সেলিম ভাইকে আমি সেলুট করি। তিনি এমন সামাজিক সমস্যা নিয়ে কথা বলেন যেটি অনেকের জন্যই প্রযোজ্য। এমন বিষয় নিয়ে কথা বলেন যেটা সমাজের জন্য প্রযোজ্য, দেশের জন্য প্রযোজ্য। যেটা জামালপুরের সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য প্রযোজ্য। এরকম জাহাঙ্গীর সেলিম যদি প্রতিটা পাড়া মহল্লায় থাকে। এরকম রেদোয়ান ভাইয়ের মতো মানুষ যদি থাকে প্রতিটা জেলায় বা অঞ্চলে, তাহলে আমার বিশ্বাস যে আমরা যে ভবিষ্যৎ জেনারেশন নিয়ে চিন্তা করছি। এই জেনারেশনগুলো নিশ্চয় মাদকমুক্ত থাকবে। তারা সমাজ বিনির্মাণে আমাদের শুধু অনুসরণই করবে না। বরং তারা আমাদের চাইতে আরও উৎরিয়ে যাবে।

তরুণদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, যদি আমরা বিভক্ত না হই। তাহলে আমাদের লক্ষ্যটা অটুট থাকবে। তাহলে যেকোন ধরনের লক্ষ্য নিয়েই কাজ করি না কেন। তাহলে সেটা পূরণ হবেই। আমি প্রত্যাশা করি প্রত্যেকটা পাড়ামহল্লায় এই ধরনের ক্লাব গড়ে উঠুক। উদয়ন ক্লাবে লাইব্রেরি আছে কি না জানি না। যদি না থেকে থাকে একটা লাইব্রেরি করুন। আমি সেখানে সহায়তা করবো। কারণ লাইব্রেরির দরকার। ফেসবুক না পড়ে মূলধারার পড়াশোনায় আসতে হবে তরুণ যুবসমাজকে। আমরা যেন সমাজকে ফাঁকি না দেই। আমরা তরুণ যুবসমাজ যেন তার বাবা-মা বা অন্যান্য অভিভাবকদের ফাঁকি না দেই।

পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের খেয়াল রাখবেন। সন্তানের বন্ধু কারা এবং তাদের গতিবিধি নিয়েও ভাবতে হবে। ভালো-মন্দ সবকিছুর দিকে খেয়াল রাখবেন। সন্তানের ভালো বন্ধু হতে হবে। এটা যদি না করতে পারি তাহলে অন্য খারাপ বন্ধুকে অনুসরণ করে বিপথগামী হয়ে মাদকের দিকেও ঝুকে পড়তে পারে।

বক্তব্য রাখেন উদয়ন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম আরও বলেন, আমরা চেষ্টা করছি অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য। অপরাধ নিয়ন্ত্রণের একটিই উপায় হচ্ছে সামাজিক সম্পৃক্ততা। সেটা কমিউনিটি পুলিশিং হতে পারে। কিংবা সামাজিক বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করা যেতে পারে। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। সমাজে যেখানেই বৈষম্য আছে সেগুলো নিয়ে আপনারা আমাদেরকে তথ্য দিন। পুলিশের সীমাবদ্ধতা দূর করতে সামাজিকভাবেই সহযোগিতা করতে হবে। আমরা যেন বিভক্ত না হই। আমরা যেন সবাই একতাবদ্ধ থাকি। আমরা এই সমাজকে বিনির্মাণের জন্য কাজ করবো। যারা এই সমাজ ও দেশকে বিনির্মাণের জন্য চমৎকার একটা বৈষম্যহীন একটা দেশ উপহার দিল। তাদের সেই স্বপ্ন, ত্যাগ, রক্ত কোন কারণেই যেন উপহাসে পরিণত না হয়। এটি যেন বৃথা না যায়। আমরা যেন এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তিনি যুবসমাজকে মাদকমুক্ত ও স্বাস্থ্যসচেতন করার লক্ষ্য নিয়ে ক্রিকেটসহ নানা ধরনের খেলাধুলা আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উদয়ন ক্লাবের উপদেষ্টা ও বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম। উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এডহক কমিটির সদস্য অধ্যাপক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক-সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আইনজীবী নিশান মাহমুদ ও মুখ্য সমন্বয়ক নবিন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

উদ্বোধনী ম্যাচে লড়ে গেটপাড়ের টিম জিপি ও নয়াপাড়ার ইউনাইটেড ক্লাব। ছবি : মোস্তফা মনজু

এর আগে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উদয়ন ক্লাবের সদস্যরা। এছাড়াও জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক অনুষ্ঠানে আগাম উপস্থিত হয়ে বেশ কয়েকটি গান গেয়ে গোটা আয়োজনকে জমিয়ে তুলেন।

পরে মাঠে প্রতীকী ব্যাটিং করে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় নয়াপাড়া পাঁচ রাস্তা মোড়ের ইউনাইটেড ক্লাব ও টিম গেটপাড় দল। প্রতি টিমে ৭ জন করে ক্রিকেটার এবং মাত্র ৬ ওভারে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। টচে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে গেটপাড়ের টিম জিপি ৫২ রান সংগ্রহ করে। ৫৩ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নয়াপাড়ার ইউনাইটেড ক্লাব ম্যাচ জিতেছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ

তরুণ যুবসমাজই দেশ বিনির্মাণ করবে : পুলিশ সুপার রফিকুল ইসলাম

আপডেট সময় ০৩:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জামালপুর শহরের বামুনপাড়ায় উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-সিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেছেন, উদয়ন ক্লাবের এই যে স্লোগান- মাদকমুক্ত সমাজ বিনির্মাণে তারুণ্যের অগ্রযাত্রা- অর্থাৎ যুবসমাজকে তো এগুতেই হবে। তরুণ যুবসমাজই দেশ বিনির্মাণ করবে। আর এই দেশ বিনির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই মাদক ও অশিক্ষা। অর্থাৎ শিক্ষিত না হলে কিন্তু এগুনো যাবে না। শিক্ষিত না হলে কিন্তু আমার অধিকার আদায় করা যাবে না। শিক্ষিত না হলে আমার কোন জায়গায় কোন কিছুতেই আমার অধিকারগুলো ভোগ করতে পারবো না।

২০ ডিসেম্বর শুক্রবার রাত ৯টায় জামালপুর পৌর শহরের বামুনপাড়ায় উদয়ন ক্লাব আয়োজিত উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন সিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম এসব কথা বলেন।

মাদক প্রসঙ্গে পুলিশ সুপার আরও বলেন, মাদক হলো আমাদের সবচে বড় সামাজিক বাধা। এটার জন্য শুধু পুলিশই পর্যাপ্ত নয়। এখানে আমাদের সবাইকে সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এই এলাকায় একটা চমৎকার ক্লাব গড়ে তুলতে পারলে কেন আমরা মাদকসেবী, মাদক ডিলার, মাদক বিক্রেতা এবং মাদক নিয়ে যারা কারবার করে তাদেরকে প্রতিহত করতে পারবো না। তাদেরকে কেন আমরা প্রতিরোধ করতে পারবো না। তাদেরকে কেন আমরা আইনের আওতায় আনতে পারবো না। আমরা নিশ্চয় পারবো। এটি আমি বিশ্বাস করি। পুলিশের সংখ্যা ও লজিস্টিকে অনেক সীমাবদ্ধতা আছে।

ক্রীড়াঙ্গনে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, কিছু কিছু জায়গায় দলীয়করণ করার কোনো সুযোগই নেই। সেটির মধ্যে ক্রীড়াঙ্গন হচ্ছে একটি। যিনি ক্রীড়াতে পারদর্শী। তার হাতেই সেই ক্রিকেট ব্যাটটা থাকা দরকার। তার পায়েই সেই ফুটবলটা থাকা দরকার। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক সম্পৃক্ততা কোনো মতেই কাম্য নয়।

বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ রোদোয়ান। ছবি : বাংলারচিঠিডটকম

উদয়ন ক্লাবের প্রধান সংগঠক ও উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, জাহাঙ্গীর সেলিম ভাইকে আমি সেলুট করি। তিনি এমন সামাজিক সমস্যা নিয়ে কথা বলেন যেটি অনেকের জন্যই প্রযোজ্য। এমন বিষয় নিয়ে কথা বলেন যেটা সমাজের জন্য প্রযোজ্য, দেশের জন্য প্রযোজ্য। যেটা জামালপুরের সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য প্রযোজ্য। এরকম জাহাঙ্গীর সেলিম যদি প্রতিটা পাড়া মহল্লায় থাকে। এরকম রেদোয়ান ভাইয়ের মতো মানুষ যদি থাকে প্রতিটা জেলায় বা অঞ্চলে, তাহলে আমার বিশ্বাস যে আমরা যে ভবিষ্যৎ জেনারেশন নিয়ে চিন্তা করছি। এই জেনারেশনগুলো নিশ্চয় মাদকমুক্ত থাকবে। তারা সমাজ বিনির্মাণে আমাদের শুধু অনুসরণই করবে না। বরং তারা আমাদের চাইতে আরও উৎরিয়ে যাবে।

তরুণদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, যদি আমরা বিভক্ত না হই। তাহলে আমাদের লক্ষ্যটা অটুট থাকবে। তাহলে যেকোন ধরনের লক্ষ্য নিয়েই কাজ করি না কেন। তাহলে সেটা পূরণ হবেই। আমি প্রত্যাশা করি প্রত্যেকটা পাড়ামহল্লায় এই ধরনের ক্লাব গড়ে উঠুক। উদয়ন ক্লাবে লাইব্রেরি আছে কি না জানি না। যদি না থেকে থাকে একটা লাইব্রেরি করুন। আমি সেখানে সহায়তা করবো। কারণ লাইব্রেরির দরকার। ফেসবুক না পড়ে মূলধারার পড়াশোনায় আসতে হবে তরুণ যুবসমাজকে। আমরা যেন সমাজকে ফাঁকি না দেই। আমরা তরুণ যুবসমাজ যেন তার বাবা-মা বা অন্যান্য অভিভাবকদের ফাঁকি না দেই।

পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের খেয়াল রাখবেন। সন্তানের বন্ধু কারা এবং তাদের গতিবিধি নিয়েও ভাবতে হবে। ভালো-মন্দ সবকিছুর দিকে খেয়াল রাখবেন। সন্তানের ভালো বন্ধু হতে হবে। এটা যদি না করতে পারি তাহলে অন্য খারাপ বন্ধুকে অনুসরণ করে বিপথগামী হয়ে মাদকের দিকেও ঝুকে পড়তে পারে।

বক্তব্য রাখেন উদয়ন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম আরও বলেন, আমরা চেষ্টা করছি অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য। অপরাধ নিয়ন্ত্রণের একটিই উপায় হচ্ছে সামাজিক সম্পৃক্ততা। সেটা কমিউনিটি পুলিশিং হতে পারে। কিংবা সামাজিক বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করা যেতে পারে। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। সমাজে যেখানেই বৈষম্য আছে সেগুলো নিয়ে আপনারা আমাদেরকে তথ্য দিন। পুলিশের সীমাবদ্ধতা দূর করতে সামাজিকভাবেই সহযোগিতা করতে হবে। আমরা যেন বিভক্ত না হই। আমরা যেন সবাই একতাবদ্ধ থাকি। আমরা এই সমাজকে বিনির্মাণের জন্য কাজ করবো। যারা এই সমাজ ও দেশকে বিনির্মাণের জন্য চমৎকার একটা বৈষম্যহীন একটা দেশ উপহার দিল। তাদের সেই স্বপ্ন, ত্যাগ, রক্ত কোন কারণেই যেন উপহাসে পরিণত না হয়। এটি যেন বৃথা না যায়। আমরা যেন এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তিনি যুবসমাজকে মাদকমুক্ত ও স্বাস্থ্যসচেতন করার লক্ষ্য নিয়ে ক্রিকেটসহ নানা ধরনের খেলাধুলা আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উদয়ন ক্লাবের উপদেষ্টা ও বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম। উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এডহক কমিটির সদস্য অধ্যাপক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক-সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আইনজীবী নিশান মাহমুদ ও মুখ্য সমন্বয়ক নবিন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

উদ্বোধনী ম্যাচে লড়ে গেটপাড়ের টিম জিপি ও নয়াপাড়ার ইউনাইটেড ক্লাব। ছবি : মোস্তফা মনজু

এর আগে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উদয়ন ক্লাবের সদস্যরা। এছাড়াও জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক অনুষ্ঠানে আগাম উপস্থিত হয়ে বেশ কয়েকটি গান গেয়ে গোটা আয়োজনকে জমিয়ে তুলেন।

পরে মাঠে প্রতীকী ব্যাটিং করে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় নয়াপাড়া পাঁচ রাস্তা মোড়ের ইউনাইটেড ক্লাব ও টিম গেটপাড় দল। প্রতি টিমে ৭ জন করে ক্রিকেটার এবং মাত্র ৬ ওভারে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। টচে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে গেটপাড়ের টিম জিপি ৫২ রান সংগ্রহ করে। ৫৩ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নয়াপাড়ার ইউনাইটেড ক্লাব ম্যাচ জিতেছে।