শেরপুরের নকলা উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নকলা প্রেসক্লাবের সাংবাদিকেরা। ১১ অক্টোবর শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে মতবিনিময় করেন তারা।
বিভিন্ন পূজামণ্ডপে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক টিমসহ মণ্ডপের পরিবেশগত বিভিন্ন দিক পরিদর্শন শেষে মণ্ডপের পরিদর্শন বহিতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে সভাপতি মো. মোশারফ হোসাইন অভিমত লিপিত করে স্বাক্ষর করেন।
এসময় দৈনিক যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু, নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, মো. নূর হোসেন, দপ্তর সম্পদক মো. সেলিম রেজাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।