ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেরপুরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

খালের পানি থেকে জাহিদুল ইসলাম কাজলের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। ছবি: বাংলারচিঠিডটকম

খালের পানি থেকে জাহিদুল ইসলাম কাজলের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুর পৌর শহরের মোবারকপুরে মৃগী নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম কাজল (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর মোবারকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুস ওরফে খাঁ মিয়ার ছেলে। কাজল এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়।

নিহতের ফুফাতো ভাই আরিফুর রহমান আকিব বলেন, কাজলের বাবার ইচ্ছা ছিল ছেলেকে সেনাবাহিনীতে চাকরি করাবে তাই পরিবারের অন্য সদস্যদের পরামর্শ ছিলো কাজলকে সাঁতার শিখতে হবে। সে সুবাদে ১৭ সেপ্টেম্বর দুপুরে কাজলকে পার্শ্ববর্তী মৃগী নদীতে সাঁতার শিখাতে নিয়ে যায় বাবা আব্দুল কুদ্দুস। সাঁতার শিখার সময় হঠাৎ করেই কাজল পানিতে তলিয়ে যায়। বাবাও তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ডাক চিৎকার শুরু করে। পরে দ্রুত স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করতে নদীতে নেমে পড়ে। ততক্ষণে কাজলের মৃত্যু হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া আব্দুল মোতালেব বলেন, কাজল সাঁতার জানতো না। তাই গোসল করতে গিয়ে সাঁতার শিখছিল। কিন্তু খালের পানিতে হঠাৎ সে ডুবে যায়। আমরা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেছি।

স্থানীয় পৌর কাউন্সিলর বাবুল মিয়া বলেন, ছেলেটি অত্যন্ত নম্র ও ভদ্র প্রকৃতির ছিল। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের দূরদর্শিতায় স্বৈরশাসকের পতন হয়েছে : শামীম তালুকদার 

শেরপুরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
খালের পানি থেকে জাহিদুল ইসলাম কাজলের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুর পৌর শহরের মোবারকপুরে মৃগী নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম কাজল (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর মোবারকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুস ওরফে খাঁ মিয়ার ছেলে। কাজল এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়।

নিহতের ফুফাতো ভাই আরিফুর রহমান আকিব বলেন, কাজলের বাবার ইচ্ছা ছিল ছেলেকে সেনাবাহিনীতে চাকরি করাবে তাই পরিবারের অন্য সদস্যদের পরামর্শ ছিলো কাজলকে সাঁতার শিখতে হবে। সে সুবাদে ১৭ সেপ্টেম্বর দুপুরে কাজলকে পার্শ্ববর্তী মৃগী নদীতে সাঁতার শিখাতে নিয়ে যায় বাবা আব্দুল কুদ্দুস। সাঁতার শিখার সময় হঠাৎ করেই কাজল পানিতে তলিয়ে যায়। বাবাও তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ডাক চিৎকার শুরু করে। পরে দ্রুত স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করতে নদীতে নেমে পড়ে। ততক্ষণে কাজলের মৃত্যু হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া আব্দুল মোতালেব বলেন, কাজল সাঁতার জানতো না। তাই গোসল করতে গিয়ে সাঁতার শিখছিল। কিন্তু খালের পানিতে হঠাৎ সে ডুবে যায়। আমরা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেছি।

স্থানীয় পৌর কাউন্সিলর বাবুল মিয়া বলেন, ছেলেটি অত্যন্ত নম্র ও ভদ্র প্রকৃতির ছিল। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।