
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আওতাধীন কড়ইচড়া ও আদারভিটা ইউনিয়ন মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারি আলাদা দুটি ইউনিয়নের এ কমিটির অনুমোদন দেন মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু ও সদস্য সচিব গোলাম মোস্তফা।
কড়ইচড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মো. আল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া ও মো. নুররেস মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কড়ইচড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠন করা হয়।
অপরদিকে আদারভিটা ইউনিয়ন মৎস্যজীবী দলের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মো. আলফাজ আলী, সিনিয়র সহ-সভাপতি মো. সুফিয়ান মন্ডল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ আলী চৌধুরী ও মো. আব্দুল হাকিমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
২৬ ফেব্রুয়ারি আলাদা দুটি কমিটি হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম।
বাংলার চিঠি ডেস্ক : 



















