বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এর দায়িত্ব পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমান। ১৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মাওলানা ক্বারী ইখলাছ উদ্দিন বাবুল।
১৬ জানুয়ারি, শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব আইনজীবী কাজী মাওলানা মো. আবুল হোসেন স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য মাওলানা কাজী মসিউর রহমান জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা ওলামা দলের সাবেক সভাপতি ও জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
এ প্রসঙ্গে কাজী মসিউর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আমাকে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়ায় সংগঠনের আহবায়ক ও সদস্য সচিবকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 

















