“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার” এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানা আয়োজনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৬ অক্টোবর, রবিবার সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেককাটা, আনন্দ শোভাযাত্রা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণের আয়োজন করা হয়।
এছাড়াও দিনব্যাপী উপজেলার পিংনা, ডোয়াইলের পঞ্চনন্দপুর চৌরাস্তা মোড়, গোবিন্দপুর সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠ, মাজালিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলীয় নেতা-কর্মীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ট্রাক প্রতীকে এমপি মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসেন। এ সময় ইকবাল হোসেন বলেন, শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের সমাজ ব্যবস্থা, নীতি নৈতিকতাসহ সকল ব্যবস্থা নষ্ট করেছে। সেই সমাজ ব্যবস্থা সংস্কার, নীতি নৈতিকতার ভিত্তিতে চলা এবং আইনের শাসন কায়েম করাই গণঅধিকারের লক্ষ্য।

ইকবাল হোসেন আরও বলেন, বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইছে। গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করার পরিকল্পনা করছে। তিনি জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচন করার ঘোষণা দেন। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সরিষাবাড়ীর মানুষের সেবা করতে চাই।
এতে উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক নাঈম ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মুস্তাকিন বিল্লা, ডোয়াইল ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিব মিয়া, ছাত্র অধিকার পরিষদের সাবেক জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক ফরহাদ মিয়াসহ গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















