জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গাপূজা। কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে উৎসবমুখর পরিবেশে পাঁচদিনব্যাপী এই পূজা উৎসব অনুষ্ঠিত হয়।
২ অক্টোবর, বৃহস্পতিবার দেবী দুর্গাকে বিদায় জানানোর জন্য মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। পরে ঢাক-ঢোলের তালে, গান-বাজনার বর্ণিল সুরে আনন্দ শোভাযাত্রা বের করেন ভক্তরা। বৃষ্টিতে ভিজে দেবীর ভক্তরা হেঁটে, আবার কেউ ভ্যান ও রিকশায় প্রতিমা নিয়ে যান নদ-নদীর ঘাটে।
সন্ধ্যায় ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটায় ভক্তদের উপস্থিতিতে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমার বিসর্জন দেওয়া হয়। ধূপ, প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে ভক্তরা আগামী বছরের সুখ-শান্তি কামনা করেন। এবার ইসলামপুর উপজেলায় ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।