সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। দেশের প্রতিটি পূজা মণ্ডপে নারী ও পুরুষ সদস্যরা সমানভাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জামালপুর জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জামালপুর জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা, ভিআইপি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, বিশেষ অভিযান ও দুর্যোগ মোকাবিলা, এমনকি আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আনসার ও ভিডিপি।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর মামুদ এ প্রতিবেদককে জানান, এ বছর সরিষাবাড়ী উপজেলার ৪৩টি পূজামণ্ডপে মোট ২৮২ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে নারী সদস্য ৮৬ জন এবং পুরুষ সদস্য ১৯৬ জন।