ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা শেরপুরে এনসিপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল বিদ্যুৎ সংযোগ শেরপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত সরিষাবাড়ীতে নৌকা বাইচে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রা বৃষ্টিভেজা ম্যাচে জামালপুর জেলার জয়, হেরেছে নেত্রকোনা দেওয়ানগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বকেয়া বেতনসহ ৭ দফা দাবিতে জামালপুরে এফপিএবির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন জামালপুরে কবিতা পরিষদের কবিতা উৎসব অনুষ্ঠিত

৩০ আগস্ট শুরু হচ্ছে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

জামালপুর : জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

৩০ আগস্ট, শনিবার থেকে শুরু হতে যাচ্ছে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। ২৮ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৩০ আগস্ট থেকে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা, ফুটবলকে ছড়িয়ে দিতে ও ভালমানের খেলোয়াড় তৈরিতে এই টুর্নামেন্ট বিশেষ ভূমিকা রাখবে। এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে জেলা টিম গঠন করা হবে। পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

দুইটি গ্রুপে জেলার মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- জামালপুর সদর উপজেলা, জামালপুর পৌরসভা, দেওয়ানগঞ্জ উপজেলা, বকশীগঞ্জ উপজেলা, ইসলামপুর উপজেলা, মেলান্দহ উপজেলা, মাদারগঞ্জ উপজেলা ও সরিষাবাড়ী উপজেলা। ৩০ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে জামালপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলা।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে মুখোমুখি হবে। দুটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে ৭ সেপ্টেম্বর, রবিবার ও ৮ সেপ্টেম্বর, সোমবার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে পরে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসমাউল আসিফ, তৌহিদুর রহমান রামিম, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

৩০ আগস্ট শুরু হচ্ছে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় ০৯:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

৩০ আগস্ট, শনিবার থেকে শুরু হতে যাচ্ছে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। ২৮ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৩০ আগস্ট থেকে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা, ফুটবলকে ছড়িয়ে দিতে ও ভালমানের খেলোয়াড় তৈরিতে এই টুর্নামেন্ট বিশেষ ভূমিকা রাখবে। এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে জেলা টিম গঠন করা হবে। পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

দুইটি গ্রুপে জেলার মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- জামালপুর সদর উপজেলা, জামালপুর পৌরসভা, দেওয়ানগঞ্জ উপজেলা, বকশীগঞ্জ উপজেলা, ইসলামপুর উপজেলা, মেলান্দহ উপজেলা, মাদারগঞ্জ উপজেলা ও সরিষাবাড়ী উপজেলা। ৩০ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে জামালপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলা।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে মুখোমুখি হবে। দুটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে ৭ সেপ্টেম্বর, রবিবার ও ৮ সেপ্টেম্বর, সোমবার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে পরে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসমাউল আসিফ, তৌহিদুর রহমান রামিম, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।