জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২৩ আগস্ট, শনিবার দুপুরে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেকপোস্ট থেকে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক কারবারি এনামুল হককে ( ৪৫) গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আভিযানিক দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এনামুল হক কুড়িগ্রাম সদর উপজেলার পারমানিকটারী গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। ২৩ আগস্ট দুপুরে পাথরের চর চেকপোস্টে একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক কারবারি এনামুল হককে আটক এবং তার ব্যাগ থেকে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। কুড়িগ্রাম জেলার রাজীবপুর থেকে ওই সিএনজিযোগে (জামালপুর থ-১১-১৫১২) টাঙ্গাইল জেলার এলেঙ্গার দিকে যাওয়ার কথা ছিল তার।
দেওয়ানগঞ্জ মডেল থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার মাদককারবারি এনামুল হককে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করে ২৪ আগস্ট তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।