মানবিক বিবেচনায় জামালপুরের নিহত দুই পরিবহন শ্রমিক পরিবারকে এককালীন নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ৩০ হাজার টাকা করে দুই পরিবারকে ৬০ হাজার টাকা যৌথভাবে সহায়তা দিয়েছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মাইক্রোবাস ও কার চালক মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন। ১১ জুলাই, শুক্রবার সকালে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই সহায়তার টাকা বিতরণ করা হয়।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। পরে নিহত শ্রমিক জাকিউল হাসান সাবুর ছেলে আদিয়ান হাসান খান উদয় এবং নিহত প্রদীপ পালের স্ত্রী মিরা পালের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, শ্রমিকদের মৃত্যুর পর শ্রমিক কল্যাণ তহবিল থেকে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছে শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক সংগঠন। সহায়তার টাকা সামান্য হলেও এতে পরিবারের কিছুটা অভাব পূরণ হবে বলে মনে করি। মানুষের মৃত্যুর ক্ষতি কারও পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে তাদের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব।
এ সময় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশীদ, সদস্য মো. ছানোয়ার হোসেন, মো. কামরুল হাসান রতন, মো. আল আমীন, মো. আব্দুল খালেক, মো. আনোয়ার হোসেন শাহীন, মো. নুরুল ইসলাম নুরু, মো. মিজানুর রহমান ধুইলা, মো. ফিরোজ আহাম্মেদ লাল, মো. সুজন শেখ, মাইক্রোবাস ও কার মালিক সমিতির সভাপতি সুজন আহম্মেদ শফিকুল ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জেলা মাইক্রোবাস ও কার চালক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মনজু হাসান মুছাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।