জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা চোরাচালন প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে অতীব উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে কিছু কিছু ব্যক্তি কোন কোন ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। যে ঘটনা ঘটেনি সেটিকে অতিরঞ্জিত করে নিজেদের ফেসবুকের ভিউ ভাড়াতে চাচ্ছেন। অথবা অন্য কারও এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। এটি অতীব দুঃখজনক। আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে এই ধরনের তৎপরতা প্রতিরোধ করা জরুরি।
দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ বলেন, প্রশাসনের কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র নানান অপতৎপরতা চালাচ্ছে । ফেসবুকে বিভিন্ন জন ব্যক্তিগত আইডি থেকে প্রশাসনকে নেগেটিভভাবে তুলে ধরা হচ্ছে। এতে করে জনমনে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
সভার সভাপতি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ অরক্ষিত হয়ে পড়েছে। এখানে চতুর্দিকে উন্মুক্ত এবং সীমানা প্রাচীর না থাকায় চুরি ছিনতাই ও বিভিন্ন অপতৎপরতা বেড়ে গেছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব শ্রেণির পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইদুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ খান রাসেল, চরআম খাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের অধ্যাপক আবু হানিফ, সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক শামসুল হুদা রতন, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, গ্রাম আদালতের কর্মকর্তা জাকিয়া সুলতানা প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিজিবির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।