ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে ন্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন মুসল্লিরা। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর আল্লার সন্তুষ্টি লাভের আশায় উপজেলার ধর্মপ্রাণ লাখো মানুষ ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন।
৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ৭টায় মোসলেমাবাদ আহালুল হাদীস ঈদগাহ্ মাঠে বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউজ্জামান তালুকদারের ইমামতিতে ঈদ উল ফিতরের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। অধিকাংশ ঈদগাহ মাঠে ঈদের নামাজ সকাল ৮টা থেকে ৯টায় অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি এবং কুশল বিনিময় করেন।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















