ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা চর্চায় মির্জা সাহেব ও তার ‘সাপ্তাহিক তওফিক’ বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার : জয়নুল আবদীন ফারুক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার ১৬০ বছরের ইতিহাসে পুলিশ এত বিপর্যয়ের মুখোমুখি হয়নি : পুলিশ সুপার রফিকুল ইসলাম হাটচন্দ্রায় মাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ইসলামপুরে এক মাদরাসা শিক্ষক বহিষ্কার গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে : রিজওয়ানা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চান নেতানিয়াহু, ট্রাম্পের না গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত

মাদারগঞ্জে ইউপি প্রশাসক কৃষি কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

বিএনপিনেতা মো. মিজানুর রহমান রতন।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামকে পরিষদ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হুমকি দিয়েছে বিএনপিনেতা মো. মিজানুর রহমান রতন। এ নিয়ে বেশ তোলপাড় চলছে। ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান রতন বেশ কয়েকজন দলীয় নেতাকর্মীদের নিয়ে ১৩ মার্চ বিকালে সিধুলী ইউনিয়ন পরিষদে গিয়ে ঈদের ভিজিএফের তালিকাসহ অন্য সব কাজ তার কথামতো করতে হবে বলে জানান প্রশাসককে। এতে ইউপি প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম সরকারি নিয়মেই কাজ করবেন বলে জানালে মিজানুর রহমান রতন তাকে পরিষদের কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে এমন আচরণে স্থানীয় বিএনপি নেতাদের অনেকেই ক্ষোভ ও অস্বস্তি প্রকাশ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহাদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে তিনি পরিষদ কার্যালয়ে বসে বিভিন্ন সেবাগ্রহিতাদের সেবা দিচ্ছিলেন। এ সময় মো. মিজানুর রহমান রতন দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে এসে পরিষদের সব কাজ তার কথা মত করতে হবে বলে হুমকি দেন। তিনি সরকারি নিয়মেই সব কাজ করবেন বলে জানালে মিজানুর রহমান তাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। শাহাদুল ইসলাম তার কাজ ফেলে চেয়ার থেকে উঠবেন না বলে জানালে মিজানুর রহমানের সাথে থাকা লোকজন প্রশাসকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তারাও প্রশাসককে অফিস থেকে বের হয়ে যেতে বলেন।

মো. মিজানুর রহমান রতন জানান, ইউপি প্রশাসকের সাথে তার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে সেটার সমাধান হয়ে গেছে ।

মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ এ প্রতিবেদককে বলেন, আমরা প্রতিনিয়ত এ ধরনের ঘটনার মুখোমুখি হচ্ছি। আপনারা শুধু এই একটা ঘটনাই শুনেছেন।

উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে অথবা জেল হাজতে থাকায় ওইসব ইউনিয়নের প্রশাসক হিসেবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছেন।

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা চর্চায় মির্জা সাহেব ও তার ‘সাপ্তাহিক তওফিক’

মাদারগঞ্জে ইউপি প্রশাসক কৃষি কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

আপডেট সময় ০৯:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামকে পরিষদ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হুমকি দিয়েছে বিএনপিনেতা মো. মিজানুর রহমান রতন। এ নিয়ে বেশ তোলপাড় চলছে। ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান রতন বেশ কয়েকজন দলীয় নেতাকর্মীদের নিয়ে ১৩ মার্চ বিকালে সিধুলী ইউনিয়ন পরিষদে গিয়ে ঈদের ভিজিএফের তালিকাসহ অন্য সব কাজ তার কথামতো করতে হবে বলে জানান প্রশাসককে। এতে ইউপি প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম সরকারি নিয়মেই কাজ করবেন বলে জানালে মিজানুর রহমান রতন তাকে পরিষদের কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে এমন আচরণে স্থানীয় বিএনপি নেতাদের অনেকেই ক্ষোভ ও অস্বস্তি প্রকাশ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহাদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে তিনি পরিষদ কার্যালয়ে বসে বিভিন্ন সেবাগ্রহিতাদের সেবা দিচ্ছিলেন। এ সময় মো. মিজানুর রহমান রতন দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে এসে পরিষদের সব কাজ তার কথা মত করতে হবে বলে হুমকি দেন। তিনি সরকারি নিয়মেই সব কাজ করবেন বলে জানালে মিজানুর রহমান তাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। শাহাদুল ইসলাম তার কাজ ফেলে চেয়ার থেকে উঠবেন না বলে জানালে মিজানুর রহমানের সাথে থাকা লোকজন প্রশাসকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তারাও প্রশাসককে অফিস থেকে বের হয়ে যেতে বলেন।

মো. মিজানুর রহমান রতন জানান, ইউপি প্রশাসকের সাথে তার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে সেটার সমাধান হয়ে গেছে ।

মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ এ প্রতিবেদককে বলেন, আমরা প্রতিনিয়ত এ ধরনের ঘটনার মুখোমুখি হচ্ছি। আপনারা শুধু এই একটা ঘটনাই শুনেছেন।

উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে অথবা জেল হাজতে থাকায় ওইসব ইউনিয়নের প্রশাসক হিসেবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছেন।