ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল নরুন্দি রেলস্টেশনে অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় ফাঁকা, কিন্ডার গার্টেন, মাদরাসায় বাড়ছে শিক্ষার্থী মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

নরুন্দিতে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

জামালপুর : বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হককে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বন্দরৌহা গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর জওয়ান বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হক আর নেই। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় আমরীতলা ঈদগাহে নামাজে জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের মরদেহের কফিন জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়।

জামালপুর জেলা প্রশাসনের পক্ষে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ ও নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মির্জা মাহমুদুল করিম বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন।

জামালপুর : প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। ছবি : বাংলারচিঠিডটকম

পরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের ভাই সাবেক ভূমিমন্ত্রী প্রবীণ আওয়ামী লীগনেতা মো. রেজাউল করিম হীরা, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলামীন, প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিএনপিনেতা ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মির্জা মাহমুদুল করিম ও উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান, জামালপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও নরুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হায়দর আলী এবং আত্মীয়স্বজন, শোভাকাঙক্ষীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জনপ্রিয় সংবাদ

বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ

নরুন্দিতে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

আপডেট সময় ১০:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বন্দরৌহা গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর জওয়ান বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হক আর নেই। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় আমরীতলা ঈদগাহে নামাজে জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের মরদেহের কফিন জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়।

জামালপুর জেলা প্রশাসনের পক্ষে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ ও নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মির্জা মাহমুদুল করিম বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন।

জামালপুর : প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। ছবি : বাংলারচিঠিডটকম

পরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের ভাই সাবেক ভূমিমন্ত্রী প্রবীণ আওয়ামী লীগনেতা মো. রেজাউল করিম হীরা, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলামীন, প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিএনপিনেতা ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মির্জা মাহমুদুল করিম ও উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান, জামালপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও নরুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হায়দর আলী এবং আত্মীয়স্বজন, শোভাকাঙক্ষীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।