জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদলকে (৫৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানিক দল।
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় ২৭ অক্টোবর রবিবার দুপুরে তাকে উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় ঘুঘুমারী গ্রামের মৃত জলিল বেপারীর ছেলে।
জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার মোশাররফ হোসেন বাদলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে জামালপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।