জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবীব, বাহাদুরাবাদ নৌ-থানার ওসি ফজলুল হক, পাথরের চর বিজিবি ক্যাম্পের সি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হাই, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ইনর্চাজ কামরুজ্জামান, দেওয়ানগঞ্জ ডিগ্রী কলেজ প্রভাষক আবু হানিফ, কামিল মাদরাসা প্রভাষক সোলেয়মান হোসেন, ইউপি চেয়ারম্যান শাজাহান আলী ও মো. সেলিম মিয়া জে.কে, ভোরের কাগজ প্রতিনিধি বিল্লাল হোসেন মণ্ডল প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, যুগান্তরের সাংবাদিক মদন মোহন ঘোষ, কালের কণ্ঠের সাংবাদিক তারেক মাহমুদ উপস্থিত ছিলেন।
চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স উপজেলায় আইন-শৃঙ্খলা উন্নয়ন সাধনে সচেষ্ট থাকতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।