জামালপুর ইসলামপুর উপজেলায় দুইটি স্থানে অগ্নিকান্ডে একটি দোকান ও দুইটি বসত ঘর পুড়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার দিনগত রাতে উপজেলার গোয়ালেরচর বোলাকিপাড়া বাজার ও নয়া বোলাকিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, বাজারের মোক্তার হোসেনের কাপড়ের দোকান থেকে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন মুহূর্তের মধ্যেই পাশে থাকা একটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এর আগে রাত ১২টার দিকে নয়া বোলাকিপাড়া এলাকায় ফকির আলীর ছেলে মঈন আলীর একটি বসতঘর আগুন লেগে পুড়ে যায়। এতে দোকান ঘরসহ বসত ঘরের অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি দোকান ও দুইটি বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















