
মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম
বৈষম্যবিরোধী আন্দোলনে জামালপুরের সরিষাবাড়ীতে প্রত্যেক শহীদ পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও শুকনো খাবার দিয়েছে উপজেলা প্রশাসন।
৯ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার আন্দোলনে তিন শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা প্রদান করেন।

আন্দোলনে শহীদ তিনজন হলেন- উপজেলার মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোখলেছুর রহমান, আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের আব্দুর রহিমের ছেলে রাব্বি মিয়া ও একই ইউনিয়নের কুলপাল গ্রামের জুলহাস মিয়া জুলুর ছেলে রবিউল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারদের জন্য ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয় সরকার। জেলা প্রশাসকের নির্দেশে আজ এ আর্থিক সহায়তার চেক শহীদ পরিবারদের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো। এছাড়াও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।