
জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা শাহজালাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, জেলা পরিষদ সদস্য শিলা সরওয়ার, ধানুয়া কামালপুর স্থল বন্দরের সহকারী পরিচালক আমিনুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ , উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জুলেখা বেগম প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চলমান সহিংসতা নিয়ে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখা, বকশীগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে বাস দাঁড়িয়ে থাকার কারণে যানজটের সৃষ্টি হওয়া, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করা, বাল্যবিবাহ প্রতিরোধ করা , নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করা, ধানুয়া কামালপুর স্থল বন্দরের আমদানি-রপ্তানি করা, বকশীগঞ্জ উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ড অপসারণ করা নিয়ে আলোচনা করা হয়।